আমার বাবা, পরিবারে ভালোবাসা, জঙ্গীবাদ এবং বর্তমান বিশ্ব
সারা পৃথিবীতে চরমপন্থা, জঙ্গীবাদ কারনে শতশত নিরীহ মানুষের প্রানহানি ঘটছে। এটি মানবতার উপর ভয়াবহতম হুমকি। কথায় কথায় মানুষ ধর্মকে দোহাই দিচ্ছে। বলছে ধর্মশিক্ষায় উগ্র্র জঙ্গী তৈরী করছে। তারেক মাসুদ এর্ একটি সিনেমা, 'রানওয়ে'তে খুব সুন্দরভাবে বিষয়টিকে দেখানো হয়েছে। পারিবারিক মূল্যবোধ, ভালোবাসার অভাব, রাষ্ট্রীয় কুশিক্ষা আর নেতৃত্বে ভালো মডেলের অভাব সমাজে অস্হিরতা তৈরী করে। দু'যুবক পারিবারিক মূল্যবোধ বা ভালোবাসায় বা এর অভাবে দু'ধরনের অবস্থান নেয়। ব্যক্তিগত জীবনে আমি এ ধরনের পরিস্থিতির মুখোমুখি